Coronavirus in India (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১১ জানুয়ারি: ১৬ হাজার ৩১১ জন নতুন করোনা আক্রান্তকে (Coronavirus Cases In India) নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা এখন ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন। রবিবার সকাল থেকে এখনও পর্যন্ত দেশে করোনার বলি ১৬১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সবমিলিয়ে ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫১ হাজার ১৬০ জন। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ২৯৯ জন। এখনও পর্যন্তকপোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯২ হাজার ৯০৯ জন। সুস্থদের একজনকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মুহূর্তে দেশে ২ লাখ ২২ হাজার ৫২৬টি অ্যাকটিভ কেস রয়েছে।

তবে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে দেশে ৭০ শতাংশ করোনা আক্রান্ত কোমর্বিডিটির শিকার। ১৯ লাখেরও বেশি করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি। গতকাল ১০ জানুয়ারি দেশে মোট ৬ লাখ ৫৯ হাজার ২০৯ জনের কোভিড টেস্ট হয়েছে। আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৮ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৮৩১টি নমুনার করোনা টেস্ট হয়েছে। আরও পড়ুন-Child Porn Racket: অল্প সময়ে অনেক টাকা চাই, অনলাইনে শিশুপর্ন বিক্রি করে শ্রীঘরে যোগীর রাজ্যের ইঞ্জিনিয়র

উল্লেখ্য, জানুায়ারির প্রথম দিকেই দেশে করোনার টিকাকরণ শুরু হবে, এমন আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। সেই মতো আগামী ১৩ জানুয়ারি টিকাকরণের সূচনার দিন ধার্য হলেও পরে তা বদলে ১৬ জানুয়ারি করা হয়েছে। স্বাস্থ্যকর্মী, একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই চালানো লোকজনও পঞ্চাষোর্ধ কোমর্বিডিটির শিকার হওয়া ৩০ কোটি ভারতীয়কে প্রথমে এই টিকাকরণের আওতায় আনা হয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধককে অনুমোদন দিয়েছে কেন্দ্র।