Amarnath Ghosh Shot Dead: আমেরিকার রাস্তায় খুন ভারতীয় নৃত্যশিল্পী, বন্ধুর রহস্যজনক মৃত্যুতে প্রশাসনের কাছে সাহায্যের আর্জি অভিনেত্রী দেবলীনার
Amarnath Ghosh, Devoleena Bhattacharjee (Photo Credits: X)

আমেরিকার রাস্তায় রহস্যজনকভাবে খুন হলেন ভারতরের নৃত্যশিল্পী। বীরভূমের সিউড়ির বাসিন্দা অমরনাথ ঘোষ (Amarnath Ghosh) আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাচের শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন। বাবা-মা মরা সন্তান অমরনাথ পেশার কারণে থাকতেন আমেরিকায়। সদ্য তাঁর এক আত্মীয়ের কাছে আমেরিকা থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নিজেকে অমরনাথের বন্ধু হিসাবে পরিচয় দিয়ে জানান, আমেরিকার রাস্তায় খুন হয়েছেন অমরনাথ। আমেরিকায় ভারতীয় যুবকের খুনের বিষয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। এদিকে বন্ধু অমরনাথের মৃত্যুর বিচার চেয়ে ভারতীয় দূতাবাসের সাহায্য চাইলেন মুম্বইয়ের টেলি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)।

গত মঙ্গলবার সন্ধ্যায় মিসৌরির সেন্ট লুই-এ হাঁটতে বেরিয়েছিলেন অমরনাথ (Amarnath Ghosh)। রাস্তায় আততায়ীয় গুলিতে খুন হয়েছেন তিনি। খুনের ঘটনার তিনদিন পার হয়ে গেলেও আমেরিকায় ভারতীয় দূতাবাসের তরফে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বন্ধুর মৃত্যুতে শোকাহত মুম্বইয়ের অভিনেত্রী বিচার চেয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমার বন্ধু অমরনাথ ঘোষকে মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই অ্যাকাডেমি সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করা হয়। তিনি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তিন বছর আগে মা মারা গিয়েছে। তাঁর পরিবারে তিনি একাই ছিলেন। অভিযুক্তের কোন খোঁজ পাওয়া যায়নি। কিছু বন্ধু ছাড়া অমরনাথের হয়ে লড়াই করার কেউ নেই'।

ভারতীয় নৃত্যশিল্পী অমরনাথের (Amarnath Ghosh) মৃত্যুর রহস্য সমাধানে আমেরিকার ভারতীয় দূতাবাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দেবলীনা (Devoleena Bhattacharjee)। অভিনেত্রী নিজের পোস্টে এও উল্লেখ করেছেন, কলকাতার অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন অমর। নাচে পিএইচ করছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলেন তিনি। আর তখনই তাঁর উপর গুলি চালানো হয়। আমারিকার কিছু বন্ধুরা অমরনাথের দেহ পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু দেহ পাওয়া গিয়েছে কিনা তা জানা যায়নি।