Representational Image (Photo Credit: File Photo)

নিউইয়র্ক: মার্কিন চুক্তরাষ্ট্রে ফের ছাত্র মৃত্যু। আমেরিকার ওহিও (Ohio)-তে বৃহস্পতিবার শ্রেয়াস রেড্ডি বেনিগেরি (Shreyas Reddy Benigeri) নামের ভারতীয়-আমেরিকান ছাত্রের (Indian-American Student) মৃত্যু হয়েছে। সে দেশের পুলিশ মামলাটি তদন্ত করছে বলে খবর। ছাত্রটি সিনসিনাটির লিন্ডনার স্কুল অফ বিজনেসের ছাত্র।

আরও পড়ুন: Mumbai Shocker: গর্তের মধ্যে ৯ দিনের নবজাতকের লাশ, স্বাভাবিক মৃত্যুর দাবি পরিবারের! তদন্তে চরকোপ থানার পুলিশ

নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল (Consulate General of India in New York) বৃহস্পতিবার বলেছেন, সিনসিনাটির লিন্ডনার স্কুল অফ বিজনেসের ছাত্র শ্রেয়াস রেড্ডি বেনিগারির মৃত্যুর এই পর্যায়ে কোনও ফাউল প্লে (Foul Play) সন্দেহ করা হচ্ছে না। তদন্ত চলছে।

উল্লেখ্য, মার্কিন মুলুকে প্রায় এক মাসের মধ্যে এটি চতুর্থ ছাত্র মৃত্যুর ঘটনা।