নয়াদিল্লিঃ তরুণ তুর্কিদের বিক্ষোভের জেরে রণক্ষেত্র নেপাল(Nepal)। ক্রমে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এই বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই অবস্থার মধ্যে নেপালে আটকে পড়েছেন কমপক্ষে ৪০০ ভারতীয়। আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে এবার বিশেষ বিমান পাঠানোর পরিকল্পনা বায়ুসেনার। ইতিমধ্যেই কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর।
জ্বলছে নেপাল, আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিমান পাঠাচ্ছে বায়ুসেনা
জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে বিমানবন্দরেই আটকে বহু ভারতীয়। জানা যাচ্ছে, ভারতীয়-সহ বিদেশি নাগরিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে নেপালি সেনারা। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার চারটি পরিবার মিলিয়ে মোট ১৪ জন সদস্য আটলে পড়েছেন বলে খবর। কাঠমান্ডুর একটি হোটেলী বসে ঘরে ফেরার জন্য দিন গুনছেন তাঁরা। ঠিক কতজন ভারতীয় আটকে রয়েছেন সেই সংখ্যাটা প্রকাশ করা হয়নি দিল্লির তরফে। তবে আনুমানিক ৪০০ জন ভারতীয় আটকে রয়েছেন কাঠমান্ডুতে এমনটাই শোনা যাচ্ছে। খুব শীঘ্রই তাঁদের দেশে ফেরাতে উদ্যোগী কেন্দ্র।
জেন জি বিক্ষোভে উত্তপ্ত নেপাল, কাঠামান্ডুতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগী বায়ুসেনা
#Watch |🎥Over 400 Indians stranded in Nepal as Kathmandu’s airport shuts amid violent Gen Z protests. Riots over a social media ban, corruption, and economic issues led to PM Oli’s resignation, a torched Parliament, and army control. Indian Air Force plans evacuations, with… pic.twitter.com/c5rwThKkFH
— Moneycontrol (@moneycontrolcom) September 11, 2025