Narendra Modi Meet Operation Dost Team (Photo Credits: Instagram)

নয়া দিল্লি, ২১ ফেব্রুয়ারিঃ ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ার (Earthquake In Turkey and Syria) পাশে দাঁড়াল বন্ধু দেশ ভারত (India)। সাহায্যের হাত সবার প্রথম বাড়িয়ে দিয়েছিল ভারত। তুরস্ক এবং সিরিয়াকে সাহায্যের জন্যে মোদি সরকার মাঠে নামিয়েছিলেন ‘অপারেশন দস্ত’ (Operation Dost) অভিযান। এনডিআরএফ (NDRF) থেকে ভারতীয় সেনা (Indian Army) ‘অপারেশন দস্ত’এ সামিল হয়ে কর্মীরা পৌঁছে গিয়েছিলেন বিধ্বস্ত দুই দেশের সাহায্যে।

আরও পড়ুনঃ জার্মানির লেপার্ড ট্যাঙ্ক অনেকটা মার্সিডিজের মতন, বক্তব্য প্রশিক্ষনরত ইউক্রেন সেনার

ভারতীয় সেনাদের অভূতপূর্ব ভূমিকার সাক্ষী গোটা বিশ্ব। ভূমিকম্প বিপর্যস্ত এলাকা গুলো থেকে উদ্ধারকার্য এবং তল্লাশি অভিযান চালিয়ে শুক্রবার দেশে ফিরেছেন ভারতের সেনা বাহিনী। সোমবার ২০ ফেব্রুয়ারি ‘অপারেশন দস্ত’এ সামিল হওয়া প্রত্যেক জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং ভারতীয় সেনার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi )। মঙ্গলবার অভূতপূর্ব ওই মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে মোদি লিখলেন, ‘যারা অপারেশন দস্ত-এ অংশ নিয়েছিলেন তাঁদের প্রতেকের সঙ্গে এই সাক্ষাৎ আমার সারাজীবন মনে থাকবে’।

'অপারেশন দস্ত'এর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীরঃ 

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দুই দেশ তুরস্ক এবং সিরিয়ায় (Earthquake In Turkey and Syria) পৌঁছে ভারতীয় সেনাদের অভাবনীয় ভূমিকা পৃথিবীর সর্বপ্রান্ত থেকে প্রশংসা কুড়চ্ছে। ‘অপেরেশন দস্ত’ অভিযান শেষে ভারতীয় সেনারা যখন আদানা বিমানবন্দরে পৌঁছান সেখানে উপস্থিত প্রত্যেকে করতালি দিয়ে তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন।