প্রতীকী ছবি (Photo Credits: ANI)

কলকাতাঃ কয়েকদিনের টান বৃষ্টিতে (Heavy Rain) জল (Waterlogged) থইথই গোটা শহর। জল যন্ত্রণার মাঝেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস। ফের বাংলাজুড়ে নিম্নচাপের ভ্রুকুটি। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। ইতিমধ্যেই জেলায় জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা। রবিবার থেকেই শুরু হবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ধীরে ধীরে উত্তর ছত্তিশগড় ও পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অতিক্রম করে পশ্চিম দিকে অগ্রসর হবে।

রবিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

এই নিম্নচাপের জেরেই দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। এর প্রভাবে আগামী সাতদিন পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

জল যন্ত্রণার মাঝেই বাংলাজুড়ে ফের নিম্নচাপের ভ্রুকুটি, রবিতে কেমন থাকবে আবহাওয়া?