Kolkata Rain (Photo Credit: ANI/X)

কলকাতাঃ  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের(West Bengal) উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যার জেরে জেলায় জেলায় ঘনাচ্ছে দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি(Heavy Rain)। আপাতত টানা ৪ অগাস্ট পর্যন্ত জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। আজ, বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। দফায় দফায় চলবে বৃষ্টি। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পাশপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বাংলাজুড়ে দুর্যোগের ঘনঘটা, কতদিন পর্যন্ত চলবে দুর্যোগ?

মঙ্গলবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশকিছু এলাকা। বৃষ্টির পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বুধবার, দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং ও উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, কলকাতার সর্বনিম্ন  সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে।  আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৯ শতাংশ।

বুধে রুদ্র মেজাজে বর্ষা, কতদিন চলবে দুর্যোগ ?