নতুন দিল্লি, ২২ মে: ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বাকি থাকা বোর্ডের পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করল CICSE। ICSE-র ক্লাস টেনের পরীক্ষা ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত নেওয়া হবে। অন্যদিকে ISC-র ক্লাস টুয়েলভের পরীক্ষা ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাইডলাইনও প্রকাশ করেছে CICSE।
ISC-র ক্লাস টুয়েলভের ৮টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে, অন্যদিকে ICSE বা ক্লাস টেনের ৬টি বিষয়ের জন্য পরীক্ষা বাকি রয়েছে। বকি থাকা পরীক্ষাগুলি নেওয়ার ৬-৮ সপ্তাহের মধ্যে কাউন্সিল ফলাফল ঘোষণা করবে। আরও পড়ুন: Madhyamik Results 2020: কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ? কী বলল মধ্যশিক্ষা পর্ষদ
CISCE board examinations for the remaining subjects/papers of class 10 to be held from 2nd July to 12th July 2020. Examinations for the remaining subjects/papers of class 12 to be held from 1st July to 14th July 2020: Council for the Indian School Certificate Examinations (CISCE) pic.twitter.com/G4pCDBppBQ
— ANI (@ANI) May 22, 2020
পরীক্ষার্থী ও অন্য যুক্তদের জন্য বিশেষ গাইডলাইনও প্রকাশ করেছে CICSE। পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা ও স্যাটিটাইজার নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তবে গ্লাভস পরা বাধ্যতামূলক নয়। এছাড়া কোনও কনটেইনমেন্ট জোনে পরীক্ষা কেন্দ্র রাখা যাবে না। পরীক্ষার্থীদের থার্মাল স্ক্রিনিং করেত হবে। কঠোরভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের নিয়ম।