ICC World Cup 2019: লর্ডসের ব্যালকনিতে আজ মর্গ্যান-রুটরা বিশ্বকাপ হাতে! সেরা ছবি পেতে ঝাঁপাচ্ছে ব্রিটিশ মিডিয়া
মর্গ্যানরা বিশ্বজয়ের দোরগড়ায়। (Photo Credits: IANS)

লন্ডন, ১৪ জুলাই: ব্রিটিশ মিডিয়ার দীর্ঘদিনের একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। লর্ডসে আজ যখন বিশ্বকাপের ফাইনালে ইয়ন মর্গ্যান-কেন উইলিয়ামসন-রা বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবেন, তখন ব্রিটিশ মিডিয়া প্রহর গুণবে সেই মুহূর্তের, যে মুহূর্তটা গোটা ইংল্যান্ড বছরের পর বছর ধরে অপেক্ষা করে গিয়েছে। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ইংল্যান্ড দল বিশ্বকাপ হাতে দাঁড়িয়ে সেলিব্রেশন করছে, এই ছবিটা ইংল্যান্ডের খেলাধুলোর ইতিহাসে সেরা ছবিগুলির মধ্যে একটা হতে পারে।

১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। ২০১৩-তে  অ্যান্ডি মারের সৌজন্যে উইম্বলডন প্রথমবার রানীর দেশে এসেছে। লুইস হ্যামিলটন ফর্মুলা ওয়ানের তাজ পড়েছেন। মো ফারা অ্য়াথলেটিক্সে বড় সম্মান ইংল্যান্ডকে এনে দিয়েছেন। আজ দেশের জাতীয় খেলা ক্রিকেটেও এমন একটা সর্বোচ্চ তাজের অপেক্ষা রানীর দেশে। যা এর আগে তিনবার খুব কাছাকাছি এসেও ফাইনালে হেরে মাটি হয়ে যায়। আরও পড়ুন- মাহি আউট, সেমিফাইনালে আশার আলো নিভতেই হৃদরোগে মৃত্যু ক্রিকেট ভক্তের

ক্রিকেট ইংল্যান্ডের জাতীয় খেলা। গোটা বিশ্বে ক্রিকেটের জনক হিসেবে জানে ইংল্যান্ড। অথচ এই খেলাটাতেই ব্রিটিশরা কখনও বিশ্বচ্যাম্পিয়ন হননি, তা নিয়ে অতি অহঙ্কারী ব্রিটিশ মিডিয়ার একটা চাপা দুঃখ আছে। যা আজ মেটার অপেক্ষায় গোটা ইংল্যান্ড। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রথমবার বিশ্বকাপ হাতে ইংল্য়ান্ড দল, এই ছবিটার জন্য গোটা ব্রিটিশ মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে। আজই আবার উইলম্বলডন ফাইনালে মুখোমুখি রজার ফেডেরার-নোভাক জকোভিচ।

উইম্বলডন নিয়ে ইংল্যান্ডে একটা আলাদা উন্মাদনা বরাবরই দেখা যায়। গতবার ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন হয়েছিল উইম্বলডন ফাইনাল। তবু উইম্বলডন ফাইনাল নিয়ে ব্রিটিশ মিডিয়ার আগ্রহ বেশি ছিল। কিন্তু এবার দেশের ক্রিকেট গৌরব নিয়েই আগ্রহ বেশ ব্রিটিশ মিডিয়ার।

২০১৩ সালে উইম্বলডনের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। ওপেন এরায় সেবারই প্রথম কোনও ব্রিটিশ উইম্বলডন জিতেছিলেন। মারের উইম্বলডন জয়টা ব্রিটিশ মিডিয়া এমনভাবে কভার করেছিল ব্রিটিশ মিডিয়া, যা দেখে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। আসলে ব্রিটিশ মিডিয়া এমনই। দেশের গৌরবকে প্রচারে একেবারে সিদ্ধহস্ত।

ইংল্যান্ডে ক্রিকেটের জনপ্রিয়তা এখন বেশ কমে গিয়েছে। ফুটবল, টেনিসের সঙ্গে ফর্মুলা ওয়ান, অ্যাথলেটিক্সের চাপে রানীর দেশের মিডিয়ায় ক্রিকেট খুব বেশি জায়গা পায় না। কিন্তু ইয়ন মর্গ্যান-জো রুটরা আজ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দোরগড়ায় দাঁড়িয়ে ব্রিটিশ মিডিয়ার মুখ ঘোরাচ্ছেন। ইংল্যান্ডের বেশিরভাগ প্রচারমাধ্যমেই আজ মর্গ্যান-রুটদের বিশ্বজয়ের ম্যাচে নামাকে একেবারে প্রথম পাতায় ছেপেছে। দীর্ঘদিন পর উইম্বলডনকে সরিয়ে ব্রিটিশ মিডিয়ায় আলো করেছে ক্রিকেটের খবরে।