হায়দরাবাদ, ৩১ মার্চঃ দিনের পর দিন কাজের চাপ আর চাকরি হারানোর ভয় নিত্যদিনই কুরে কুরে খায় প্রায় প্রতিটা বেসরকারি কর্মীদের। হায়দরাবাদের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরে আত্মহত্যার (Software Engineer Dies by Suicide) সিদ্ধান্ত নেন। ঘর থেকে উদ্ধার হয় সফটওয়্যারের ঝুলন্ত দেহ।
হায়দরাবাদের এক সফটওয়্যার সংস্থায় কর্মরত ছিলেন ৩২ বছরের বিনোদ কুমার। মৃতের ভাই জানান, তাঁর কাছে মাঝে মধ্যেই দুঃখ করতেন বিনোদ। সংস্থার উন্নত প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করা তাঁর পক্ষে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে দিন দিন। ফলে নিজের চাকরি নিয়ে অনিশ্চয়তাও ছিল তাঁর মনে।
আরও পড়ুনঃ কাঁচি দিয়ে একের পর এক মারণ কোপে খুন বৃদ্ধ বাবা-মাকে, নৃশংসতার দৃশ্য নেটপাড়ায়
এতদিন অবধি সংস্থায় বাড়ি থেকে কাজের সুবিধা দেওয়া হয়েছিল। সদ্যই বিনোদকে হায়দরাবাদে ডেকে নেয় তাঁর অফিস। সেখানে থাকেন তাঁর ভাই। ভাইয়ের বাড়িতে থেকেই অফিস করছিলেন তিনি।
বৃহস্পতিবার ভাই এবং ভাইয়ের স্ত্রী কাজে বাইরে গিয়েছিলেন। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেন বিনোদ। বিছানার চাদর গলায় জড়িয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সে। বাড়ি ফিরে দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখে হতবাক ভাই। তড়িঘড়ি দাদাকে হাসপাতালে নিয়ে যায় সে। কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হল না। স্ত্রী এবং তিন মেয়েকে রেখে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিনোদ কুমার।