![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/03/1-1-3-380x214.jpg)
কাঁচি দিয়ে একের পর এক মারণ কোপ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ছেলের রোষানলে বাবা। কাঁচির কোপে খুন বাবা এবং সৎ মাকে। গ্রেফতার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৬০ বছরের বাবা এবং ৫৫ বছরের সৎ মাকে কাঁচি দিয়ে কুপিয়ে খুল করল ২৪ বছরের ছেলে।
পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। রাত তখন ১২:৪৫ মায়ের সঙ্গে বচসার জেরে হাতুরি দিয়ে সজোরে মায়ের মাথায় আঘাত করে অভিযুক্ত ছেলে গুলামুদ্দিন। এরপর কাঁচি দিয়ে বাবার শরীরে একেরপর এক মারণ কোপ বসায়।
আরও পড়ুনঃ মশার কয়েলের বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৬ জনের, দিল্লিতে মর্মান্তিক ঘটনা
দুবছর আগে গুলামুদ্দিন জানতে পারেন, যাকে সে এতদিন নিজের মা বলে চিনতেন, সেই মহিলা আসলে তাঁর সৎ মা। তারপর থেকেই ছেলের ব্যবহারে পরিবর্তন আসে। বাবা, মা, বাকি ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে সে।
নৃশংসতার দৃশ্য...
#अलीगढ़ से दिल दहलाने वाला वीडियो आया सामने
बेटे ने माता-पिता की कैंची से गोदकर की हत्या
माता-पिता को पेचकस और प्रेस से किया टॉर्चर
कैमरे में कैद हुई कातिल बेटे की करतूत@aligarhpolice @Dm_Aligarh @Uppolice @dgpup pic.twitter.com/SZO11nsmCD
— NiwanTimes (@NiwanTimesInd) March 31, 2023
ঘটনার দিন বাবা-মায়ের সঙ্গে এক ঘরে শুতে যাওয়ার নাম করে ভাই বোনকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে বাবা-মায়ের ঘরে ঢুকে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় গুলামুদ্দিন। মায়ের মাথায় হাতুরি দিয়ে আঘাত করে। ওখানেই মৃত্যু হয়েছে মায়ের। কাঁচি দিয়ে বৃদ্ধ বাবার দেহে কোপ চালায়। বাবা-মায়ের চিৎকার শুনে ছুটে আসে ভাই বোন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দেয় তাঁরা। জানলা দিয়ে প্রতিবেশীরা দেখেন, কাঁচি দিয়ে মৃত বাবার দেহে অনবরত কোপ চালিয়ে যাচ্ছে গুলাম। সেই নির্মম দৃশ্য ক্যামেরাবন্দি করেছে প্রতিবেশী। মৃতদেহ উদ্ধার করে অটোপসির জন্যে পাঠিয়েছে পুলিশ।