Hyderabad Shocker: পড়াশোনায় ভাল নয়, এই অপরাধে নাবালক ছেলের গায়ে আগুন ধরালো বাবা!
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

হায়দরাবাদ, ১৯ জানুয়ারি: পড়াশোনায় ভাল নয় ছেলে। এই অপরাধে নাবালক ছেলের গায়ে আগুন ধরিয়ে দিল বাবা। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুয়ারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad)। অগ্নিদগ্ধ নাবালক ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছে। অত্যান্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অগ্নিদগ্ধ কিশোর। ঘটনার দিন রাতে ছেলেকে কাছের দোকানে বিড়ি কিনতে পাঠায় অভিযুক্ত বাবা। সেখান থেকে বাড়িতে ফিরতে সামান্য দেরি করে ফেলেছিল ওই কিশোর। কেন দেরি হয়েছে, জানতে চেয়েই ছেলেকে বেধড়ক মারধর শুরু করে বাবা। ততক্ষণে স্বামীর মারের হাত থেকে সন্তানকে বাঁচাতে ঘটনাস্থলে এসেছেন মা। সেই দেখে ছেলের খারাপ পড়াশোনার জন্য স্ত্রীকেও দায়ী করে মারকুটে বাবা। আরও পড়ুন-Netaji’s Birthday As 'Parakram Diwas': নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা কেন্দ্রের, ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন মোদি

এরপর রাগের বশে তেলের ক্যান তুলে ছেলের গায়ে ঢেলে দেয় বাবা। তারপর বিড়ি ধরিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটি ছেলের গায়ে ছুঁড়ে দিলে আগুন ধরে যায়। আতঙ্কে চিৎকার করতে করতে আগুন গায়ে নিয়েই পালাতে চেষ্টা করে ওই নাবালক। এরপর টাল সামলাতে না পেরে বাড়ির বাইরে থাকা একটি গর্তে পড়ে যায়।