লখনউ, ২২ অগাস্ট: বরপণ (Dowry) চেয়ে গৃহবধূর উপরে নিত্য অত্যাচারেও মিলল না স্বস্তি।শেষমেশ গৃহবধূকে খুনই করল শ্বশুরবাড়ির লোকজন।নারকীয় ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে। আরও পড়ুন-Coronavirus Cases In India: নিম্নমুখী দৈনিক সংক্রমণ, আশা জাগিয়ে লাখের নিচে অ্যাক্টিভ কেস
দিন দুয়েক আগে রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই তথ্য। মৃত মহিলার নাম সরিতা(২৫)। বরপণের দাবিতে বাড়ির বউকে খুনের অপরাধে ইতিমধ্যেই মৃতার স্বামী বিবেক যাদব ও তার বাবা সীতারাম যাদব ও মা বাদলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অতিরিক্ত ডিসিপি আব্বাস আলি জানিয়েছেন, সরিতার বাবা রাম শঙ্কর যাদব থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, "সরিতা ও বিবেকের ২০১৬তে বিয়ে হয়েছিল।বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছিল। আমরা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেছিলাম কিন্তু ঠিক হয়নি। কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি ট্রেনেরসামনে ধাক্কা দিয়ে আমার মেয়েকে মেরে ফেলা হবে।"
জানা গেছে, বিবেক ও তার মা বাবা পণের দাবিতে সরিতাকে মারধর করে। তারপর তেরা খাস এলাকায় চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসের (১৫০৭০) সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। সেদিন যে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু হয়েছিল, সেই ট্রেন চালকের বয়ানে জানা গেছে, তিনি দেখেছেন সেই মহিলাকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের পর মৃতের শরীরে অনেক ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিযের পরে সরিতার শ্বশুরবাড়ির তরফে যৌতুক বাবদ আরও ১ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা আদায় করতে না পারায় মেয়েকেই খুন করা হল।