Howrah-Puri Vande Bharat Express: বালেশ্বর লাইনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল, পার হল হাওড়া-পুরী বন্দে ভারত
Howrah - Puri Vande Bharat Express crosses from Odisha’s Balasore (Photo Credits: ANI)

বালেশ্বর, ৫ জুনঃ দুর্ঘটনাগ্রস্থ রেললাইনের সারাই কাজ প্রায় সম্পন্ন বলা চলে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দীর্ঘ ৫১ ঘণ্টা পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে বালেশ্বর লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার সাত সকালে প্রথম এক যাত্রীবাহী ট্রেন পারাপার করে ওই ট্র্যাকে। এরপর হাওরা থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেসও (Howrah-Puri Vande Bharat Express) চানানো হয় বালেশ্বরের দুর্ঘটনাকবলিত রেললাইনে। তবে যাত্রীবাহী ট্রেনের আগে মালগাড়ি চালানো হয়েছিল সেই লাইনে। রবিবার রাত ১০ঃ৪০ নাগাদ চলে প্রথম মালবাহী গাড়ি। তিরুপতিগামী ট্রেনের মধ্যে আগুন, আরও এক ট্রেন দুর্ঘটনার চিত্র

দেখুন সেই চিত্রঃ

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তত্ত্বাবধানে প্রথম মালগাড়ি চলাচল শুরু হয়। কয়লাভর্তি মালগাড়ি ভাইজ্যাক থেকে রৌরকেল্লার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার পর বালেশ্বর লাইনে চলল প্রথম মালগাড়ি...