Booster Dose

মুম্বই, ২৩ ডিসেম্বরঃ চিনে (China) আবারও দাপিয়ে বেরাছে করোনা ভাইরাস (Corona Virus)। প্রতিদিন অসংখ্য মানুষ কোভিড (Covid 19) সংক্রমিত হচ্ছেন। তবে কেবল চিনেই নয়, একাধিক দেশে করোনার ত্রাস ছড়াতে শুরু করেছে পুনরায়। সেই কারণে বিদেশ ফেরত সকলেরই কোভিড টেস্ট বাধ্যতামূলক করে দিয়েছে কেন্দ্র। করোনা নিয়ে ইতিমধ্যেই তৎপরতা দেখানো শুরু করেছে কেন্দ্র সরকার। কোভিড বিধিনিষেধ (Covid Protocol) নিয়ে আরও সেচেতন হতে হবে, ডাক দিয়েছে দেশবাসীর উদ্দেশ্যে। বর্ষবরণের আবহে কোভিড রুখতে উৎসবেও জারি সতর্কতা, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে

তবে কোভিড মোকাবিলা বুস্টার ডোজেই (Covid Booster Dose) আস্থা রাখছে চিকিৎসক মহল। দেশবাসীকে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার জন্যে আর্জি জানাচ্ছে চিকিৎসকরা। কোভিডের দুটো টিকা যাদের সম্পন্ন হয়েছে তাঁরাই বুস্টার ডোজেন জন্যে উপযুক্ত। তবে কোথায় মিলবে বুস্টার ডোজ? কীভাবে কো-উইন (CO-WIN) অ্যাপে নিজের বুস্টার ডোজের স্লট বুক করবেন জেনে নিন (How To Book Booster Dose)।

  • কো-উইন অ্যাপে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করুণ।
  • এরপর একটি পেজ খুজবে। সেখানে আপনার কোভিড টিকা সম্বন্ধে তথ্য বিষদে দেওয়া থাকবে।
  • আপনার কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস যদি সম্পন্ন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি বুস্টার ডোজের জন্যে আবেদন করতে পারবেন।
  • বুস্টার ডোজের জন্যে আবেদন করতে ‘Schedule Option’ এ ক্লিক করুণ।
  • এরপর আপনার পিনকোড দিন।
  • আপনার নিকটবর্তী কোভিড সেন্টারগুলোর একটি তালিকা আসবে আপনার সামনে।
  • সুবিধা মত তারিখ এবং সময় উল্লেখ করুণ সেখানে।
  • পেমেন্ট করুণ এবং নিজের বুস্টার ডোজের জন্যে স্লট বুক করে নিন।