নয়াদিল্লিঃ ১৯৮৩, ২০১১ সালের পর ২০২৫। ১৪ বছর পর ফের ওয়ান ডে বিশ্বকাপ (ICC Women's Cricket Worldcup) এল দেশে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সোনালী ট্রফি ছিনিয়ে নিল ভারতের মেয়েরা। আইসিসি ওমেন্স ক্রিকেট বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় হরমনপ্রীত কৌরের ভারত। ঘরের মেয়েদের জয়ে আবেগে আবেগে ভাসছে গোটা দেশ। জানেন কি বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত?
জানা গিয়েছে, বিশ্বকাপ জিতে ৩৯ কোটি টাকা পেয়েছে ভারত। টাকার অঙ্কটা গত বিশ্বকাপের তুলনায় প্রায় ২৩৯ শতাংশ বেশি। এছাড়া রানার্স আপ হয়ে দক্ষিণ আফ্রিকা জিতেছে ২০ কোটি টাকা। যা ২০২২ সালের থেকে ২৭৩ শতাংশ বেশি। সেবার রানার্স আপ হয়ে ইংল্যান্ড জিতেছিল মাত্র ৫ কোটি টাকা। এবার সেমি ফাইনাল শেষ করা দুই দেশ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পেয়েছে ৯.৩ কোটি টাকা করে। গতবারের বিশ্বকাপে সেমি ফাইনালে ওঠা দলগুলি পেয়েছিল ২.৫ কোটি টাকা। সবমিলিয়ে এবারের প্রাইজ পুল ১১৬ কোটি টাকা। যা গতবার ছিল মাত্র ২৯ কোটি। এছাড়া অংশগ্রহণ করার জন্য প্রতিটা দলকে ২ কোটি টাকা করে দেবে আইসিসি। গ্রুপস্তরে জিতলে ২৮ লাখ টাকা করে পাবে প্রতিটা দল।
প্রসঙ্গত, ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েই পুরস্কারের বদল আনা হয়েছিল। বিসিসিআই জানায়, ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে ১২৫ কোটি টাকা পাবে। পুরুষ ক্রিকেট দল বিশ্বকাপ জিতে পেয়েছিল ১২৩ কোটি টাকা। মেয়েরা পেল ১২৫ কোটি।
বিশ্বজয় করে ইতিহাসের পাতায় হরমনপ্রীত কৌরের ভারত
Let the celebrations go long into the night 🥳🙌
Put your hands together for the ICC Women's Cricket World Cup 2025 winners - #TeamIndia 🇮🇳#WomenInBlue | #CWC25 | #INDvSA | #Champions pic.twitter.com/Gnnz6S3GRf
— BCCI Women (@BCCIWomen) November 2, 2025