নয়াদিল্লিঃ ফের বিমান বিপর্যয় (Plane Crash)। তবে এবার দেশে নয়। মিচিগানে (Michigan)ভয়াবহ বিমান দুর্ঘটনা। রেস্তোরাঁর (Restaurant)বাইরে অবতরণ করতে গিয়ে রেস্তোরাঁর দেওয়ালে লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল হেলিকপ্টার। এই ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হেলিকপ্টারটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মিচিগানের ক্লে টাউনশিপে। চারজন যাত্রী নিয়ে এই ক্লে টাউনশিপের 'কাবানা ব্লু রেস্তোরাঁ'-এর বাইরে থামার চেষ্টা করছিল হেলিকপ্টারটি। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। রেস্তোরাঁর এক দেওয়ালে লেগে ভেঙে পড়ে 'ইউরোকপ্টার ইসি-১৩০' হেলিকপ্টারটি।
মিচিগানে হেলিকপ্টার বিভ্রাট, আচমকা ভেঙে পড়ল ইউরোকপ্টার ইসি ১৩০
সঙ্গে সঙ্গে প্রাণে বাঁচতে হেলিকপ্টারের বাইরে বেড়িয়ে আসেন যাত্রীরা। অক্ষত অবস্থাতেই রয়েছেন তাঁরা, এমনটাই খবর। দুর্ঘটনাটি চোখের সামনে থেকে দেখেছেন ওই রেস্তোরাঁয় উপস্থিত অনেকেই। এভাবে চোখের সামনে হেলিলপ্টার ভেঙে পড়তে দেখে আতঙ্কে চিৎকার করতে শোনা যায় তাঁদের। এই গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন তাঁদের মধ্যেই কেউ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো, যা দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটিজেনরা। কীভাবে এবং কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সংস্থার তরফে।
ফের বিমান বিপর্যয়, রেস্তোরাঁর দেওয়ালে লেগে ভেঙে পড়ল হেলিকপ্টার
🚨#BREAKING: Watch as a Helicopter crash lands outside waterfront restaurant with multiple passengers onboard
Watch wild video capturing the dramatic moment when a Eurocopter EC-130 helicopter, with four people on board, rolled onto its side while… pic.twitter.com/KBP0ldyc16
— R A W S A L E R T S (@rawsalerts) June 22, 2025