কলকাতাঃ রাতভর কলকাতা (Kolkata) ও সংলগ্ন অঞ্চলে নজিরবিহীন বৃষ্টি(Heavy Rain)। প্রবল বৃষ্টিতে জলমগ্ন তিলত্তমা। জলে ডুবেছে রাস্তা। জল ঢুকেছে বহু বাড়িতে। বৃষ্টির হাত থেকে বাদ যায়নি হাসপাতালগুলিও। জলমগ্ন কলকাতার একাধিক নাম করা সরকারি হাসপাতাল। জল ঢুকেছে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালেও। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখা জাচ্ছেম হাসপাতালের করিডোরে জলস্রোত। জল আটকাতে কার্যত হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জল ঢুকল শহরের একাধিক হাসপাতালে
জানা গিয়েছে, সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন একাংশে। মেডিক্যাল কলেজের ল্যাবরেটরির সামনে জল থইথই। পাম্প চালিয়ে সেই জল বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এক্স-রে রুমেও জল। জলমগ্ন কলকাতার আরজি কর হাসপাতালের বিস্তীর্ণ অংশ। তবে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আউটডোর গুলিতে চিকিৎসা পরিষেবা চালু থাকলেও অন্যান্য দিনের চেয়ে রোগীর সংখ্যা কম। উল্লেখ্য, সোমবার রাতে রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মাঝামাঝি এলাকা বরাবর বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে রাতভর। একরাতে দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে ৩৩২ মিলিমিটার। যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০. মিলিমিটার, বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার, চেতলায় মিলিমিটার, ধাপাতে ২১২ মিলিমিটার। এছাড়া উল্টোডাঙ্গাতে ২০৭ মিলিমিটার কুদঘাটে ২০৩.৪ মিলিমিটার, ট্যাংরায় ২০১ মিলিমিটার, চিংড়িঘাটায় ২৩৭ মিলিমিটার।
জল থইথই কলকাতার একাধিক হাসপাতাল, ভাইরাল ভিডিয়ো
Heavy Tuesday morning rain left parts of #PeerlessHospital waterlogged — corridors and patient areas saw ankle-deep water as rainwater entered the premises. #PeerlessHospital #KolkataRain #Waterlogging #Monsoon2025 #PujaSeason #HospitalFlooding #RainHavoc #Kolkata #MyKolkata pic.twitter.com/a4is1gHLOz
— My.Kolkata (@TT_My_Kolkata) September 23, 2025