Heart Attack While Playing Cricket: ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক পড়ুয়ার। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায় কিশোরের আচমকা মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
স্থানীয় সূত্রে খবর, ক্রিকেট খেলতে গিয়ে ফিল্ডিং করার সময়ে শরীরে অস্বস্তি বোধ করে প্রিন্স নামের ওই পড়ুয়া। এরপরেই হঠাৎ মাঠের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যায়। বন্ধুকে মাঠে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে অন্যরা খবর দেয় তাঁর বাড়িতে। খবর পেয়ে মাঠে ছুটে আসে পরিবার। তড়িঘড়ি রিকশা ডেকে আনা হয়। নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রিন্সকে মৃত বলে ঘোষণা করেন।
কিশোরের মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগকে (Heart Attack) চিহ্নিত করেছেন চিকিৎসক। ছেলের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। তিন ভাই বোনের মধ্যে প্রিন্স ছিল বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।
মৃতের বন্ধুরা জানাচ্ছে, মাঠে খেলার সময়ে তৃষ্ণা পেলে প্রিন্স বোতলে রাখা ঠান্ডা জল খেয়েছিল। এর কিছুক্ষণ পরেই তার স্বাস্থ্যের অবনতি হয়। যদিও মোরাদাবাদের কার্ডিওলজিস্ট ডাঃ অনুরাগ মেহরোত্রা বলছেন, এই ক্ষেত্রে ঠান্ডা জল পান করা সরাসরি হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত হতে পারে না। চিকিৎসক আরও জানাচ্ছেন, হতে পারে মৃত কিশোরের জন্মগত হার্টের সমস্যা ছিল। অল্প বয়সের কারণে লক্ষণগুলি প্রকাশ পায়নি। হৃদরোগের লক্ষণ সাধারণত শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে প্রথম দিকে দেখা যায় না। তাই সময়ে সময়ে চেকআপ করা উচিত।