Extreme Heatwave (Representational Image) (Photo Credit: ANI/ X)

নয়া দিল্লি, ১৯ জুনঃ দিল্লি জুড়ে তীব্র তাপপ্রবাহের (Delhi Heatwave) পরিস্থিতি থেকে কিছুতেই রেহাই মিলছে না। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে রাজধানীর তাপমাত্রা ৫০ ডিগ্রিতে ছুঁয়েছে। দহনজ্বালা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে একের পর এক প্রাণ যাচ্ছে। দিল্লিতে প্রচণ্ড গরমের জেরে গত দুদিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন অন্তপক্ষে ১২ জন রোগী। এমতাবস্থায় রাজধানীর পরিস্থিতি নিয়ে বেজায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda) রাজ্যের সরকারী হাসপাতাল এবং চিকিৎসা প্রতিষ্ঠান গুলিকে হিটস্ট্রোক আক্রান্ত রোগীদের ভর্তি এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া কেন্দ্রীয় সরকারি হাসপাতাল গুলিতে বিশেষ হিটওয়েভ ইউনিট চালু করার নির্দেশও দিয়েছেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ তীব্র তাপপ্রবাহে ছাড় পাচ্ছে না পশু-পাখি, প্রচণ্ড গরমে গাছ থেকে পড়ছে মৃত বাদুড়, দেখুন ভিডিয়ো

গোটা উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি। বৃষ্টির দেখা নেই। দহনজ্বালায় জর্জরিত দিল্লিতে দোসর হয়ে জুটেছে জল এবং বিদ্যুতের ঘাটতি। একেই প্রচণ্ড গরম তার উপরে জলের অভাব। বাঁচা দায় রাজধানীবাসীর। এদিকে দিল্লির জল বোর্ডের মন্ত্রী অতিশী হুমকি দিয়েছেন ধর্মঘটে বসার। জানিয়েছেন আগামী দুদিনের মধ্যে দিল্লতে জলসঙ্কটের সমস্যা সমাধান না হলে তিনি ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসবেন।