Tiranga Rally At Dal lake (Photo Credit: X@ANI)

সামনেই ৭৯তম স্বাধীনতা দিবস। তাঁর আগে প্রতিবছরের মত দেশ জুড়ে পালিত হচ্ছে ঘরে ঘরে তিরঙ্গা অভিযান। সেই "হর ঘর তিরঙ্গা" অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার জম্মু ও শ্রীনগরের ডাল লেকের চারপাশে একটি 'তিরঙ্গা যাত্রা' বের করেন। এই যাত্রায় রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও জম্মু ও কাশ্মীরের বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেছেন, "যারা তিরঙ্গার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেননি এবং তিরঙ্গার জন্য নিজেদের উৎসর্গ করেছেন, তাঁরা ভেবেছিলেন তিরঙ্গার যত্ন নেওয়ার জন্য তারা একাই যথেষ্ট। দেশের কল্যাণের জন্য নিজেদের নিবেদিত করেছিলেন। আমি আশা করি, আমাদের জাতীয় পতাকার সঙ্গে আমাদের সংযোগ কেবল এই অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমাদের জাতীয় পতাকা আমাদের পরিচয় এবং আমাদের এর মর্যাদা বজায় রাখতে হবে।"