সুরাট, ৫ ডিসেম্বরঃ জুয়ার নেশায় মশগুল। ৫০ লক্ষ টাকা ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন গুজরাট, সুরাটের এক ব্যক্তি। বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি।
জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মনিষ ঢোলাকিয়া। বয়স ৪৯। সুরাট মিউনিসিপল ইন্সটিটিউট অফ মেডিকেল অ্যান্ড রসার্চ সেন্টারে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় মনিষকে। কিন্তু পরিস্থিতি ছিল চিকিৎসকদের হাতের বাইরে। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনিষ। চিকিৎসকরাই মনিষের ব্যাগ থেকে একটি সুইসাইড নোট পায়। খবর দেয় পুলিশকে।
ওই সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘আমি জুয়ায় ৫০ লক্ষ টাকা হেরে গিয়েছি। কিন্তু এতোগুলো টাকা শোধ করার মতো পরিস্থিতিতে নেই আমি। ঋণদাতারা ক্রমাগত আমায় ঋন শোধ করার জন্যে চাপ দিচ্ছে। তাই আমি এই কঠিন পদক্ষেপটা নিতে বাধ্য হচ্ছি’।
জানা গিয়েছে, মনিষ একটি ইলেক্ট্রনিক্স কোম্পানিতে সেলস ম্যানেজার হিসাবে কাজ করতেন। তাঁর সুইসাইড নোট পাওয়ার পর সুরাট পুলিশ একটি আত্মহত্যার মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।