বছরের শেষদিনেই তিন সন্তানকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। গুজরাটের (Gujarat) বোটাদ জেলায় তিন সন্তানসহ বাবার এমন কাণ্ড ঘিরে তৈরি হয়েছে রহস্য। রবিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যে ৬:৩০ মিনিট নাগাদ নিঙ্গালা এবং আলমপুর স্টেশনের মাঝে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ তেলকলে কর্মরত তরুণীকে গরম তেলের কড়াইয়ে চোবানোর অভিযোগ, গ্রেফতার মালিক সহ ৩
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মাঙ্গাভাই বিজুদা (৪২)। তিনি খুনের মামলায় জামিনে ছিলেন। দুই মেয়ে সোনম (১৭), রেখা (২১) এবং ছেলে জিগনেশকে (১৯) নিয়ে এদিন ট্রেনের সামনে ঝাঁপ দেন সাখপার গ্রাম নিবাসী মাঙ্গাভাই।
পুলিশ আরও জানান, পারিবারিক অশান্তির জেরে এক আত্মীয়কে খুনের অভিযোগ উঠেছিল মৃত মাঙ্গাভাইয়ের বিরুদ্ধে। তবে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। রবিবার সন্ধ্যায় ভাবনগর থেকে গান্ধীধাম যাওয়ার পথে একটি ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই চারজন। রেললাইনের ধার থেকে বাবা এবং তিন সন্তানের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। কী কারণে এমন কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি সেই তদন্ত চলছে।