ভারতের গোপন তথ্য শত্রুদের হাতে তুলে দিয়ে বিপদে পড়ল গুজরাটের (Gujarat) এক যুবক। আর সেই অপরাধেই গ্রেফতার হল পঙ্কজ কোটিয়া নামে ওই যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে পোরবন্দর এলাকায়। জানা যাচ্ছে, পেশায় ধূমপান সংস্থার কর্মী পঙ্কজ টাকার বিনিময়ে পাকিস্তান নৌ বাহিনীর এক মহিলাকে দিনের পর দিন তথ্যপ্রদান করে যেত। গোপনসূত্রে খবর পেয়ে প্রথমে পুলিশ তদন্ত শুরু করে। তারপর এদিন পোরবন্দর থেকেই গ্রেফতার করে গুজরাট এটিএস। প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে যে কোনও রকম প্রলোভনে নয়, শুধুমাত্র অর্থের বিনিময়ে সে গোপন তথ্য পাচার করত।

পুলিশ জানিয়েছে, মূলত কোস্ট গার্ডের জাহাজের গতিবিধির ওপর নজর রেখে সেই সংক্রান্ত তথ্য সরবরাহ করত পঙ্কজ। আর তার বিনিময়ে তাঁকে ২৬ হাজার টাকা দেওয়া হয়ছিল। ইতিমধ্যেই যুবকের ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতেই টাকার হদিশ মিলেছে। জানা যাচ্ছে, ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে রিয়া নামে পাক মহিলার সঙ্গে পরিচয় হয় পঙ্কজের। সেই পরিচয়ের কারণেই তথ্য সরবরাহ করত অভিযুক্ত।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৬১ ও ১৪৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে জেরা শুরু করেছে অফিসাররা। পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে।