ফাইল ফটো (Photo Credits: ANI)

নয়াদিল্লি: সারা ভারত জুড়ে চলছে নবরাত্রি পর্ব। কোথাও দেবী দুর্গার আরাধনা তো কোথাও মহাগৌরীর বন্দনা। আজ দুর্গাপুজোর অষ্টম দিন আজ দেবীকে পুজো করা হচ্ছে মহাগৌরী রূপে। অষ্টমীতে আগমন ঘটে দেবী মহাগৌরীর। এই দেবীর বাহন ষাঁড়। চতুর্ভুজা দেবী মহাগৌরীর ডান দিকের এক হাতে থাকে ত্রিশূল। অন্য হাতে অভয়মুদ্রা। বাম দিকের ওপরের হাতে ধরা ডমরু। অন্য হাতে থাকে বরাভয়। পৌরাণিক কাহিনি অনুযায়ী, দেবী কালী ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করেছিলেন। ব্রহ্মার আশীর্বাদেই তিনি কৃষ্ণবর্ণা থেকে মহাগৌরী উঠেছিলে।

দুর্গা মহাষ্টমির পবিত্র পর্বে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা-

দেখুন