Golden Temple (Photo Credit: Instagram)

পাঞ্জাব: ই-নিলামে শ্রী হরমন্দির সাহেব অর্থাৎ স্বর্ণ মন্দিরের মডেল (Golden Temple Model)। এই নিয়ে পাঞ্জাবের রাজনৈতিক মহল উত্তপ্ত হয়ে উঠেছে। শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি) এবং শিরোমণি আকালি দল (এসএডি) যত তাড়াতাড়ি সম্ভব এই মডেলের নিলাম (Auction) বন্ধ করার দাবি জানিয়েছে।

শ্রী হরমন্দির সাহিবের মডেল ই-নিলাম করা নিয়ে বুধবার তীব্র আপত্তি জানিয়েছেন শিরোমণি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। সুখবীর সিং বাদল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি জেনে গভীরভাবে দুঃখিত যে সরকার শিরোমণি গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া শ্রী হরমন্দির সাহেবের পবিত্র মডেলটি নিলাম হতে চলেছে। এই মডেলটি অকাল পুরুষ এবং গুরু সাহিবানের আশীর্বাদের একটি পবিত্র প্রতীক হিসাবে উপহার দেওয়া হয়েছিল। এটি নিলাম করা হলে এটির অসম্মান হবে। এতে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। অবিলম্বে এই নিলাম বন্ধ করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করছি। সরকার যদি এই পবিত্র এবং মূল্যবান উপহারটি পরিচালনা করতে না পারেন, তবে আমি অনুরোধ করছি এই পবিত্র প্রতীকটি এসজিপিসিকে ফিরিয়ে দেওয়া হোক।

দেখুন টুইট

এসজিপিসি (SGPC) সভাপতি হরজিন্দর সিং ধামি এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া সম্মান ও উপহার শ্রী হরমন্দির সাহেবের মডেল নিলাম করা উচিত নয়। এটি একটি সাধারণ উপহার নয় বরং শ্রদ্ধা ও সম্মানের প্রতীক। আমি প্রধানমন্ত্রীর কাছে তাঁর বাসভবনে শ্রী হরমন্দির সাহেবের মডেল রাখার আবেদন করছি।

উল্লেখ্য, ২ অক্টোবর সকাল ১০টায় শুরু হওয়া এই মডেলটির নিলামের জন্য বিডিং এখন পর্যন্ত ১,৫১২০০০ টাকায় পৌঁছেছে।