বাজেয়াপ্ত সোনা (ছবিঃX)

নয়াদিল্লিঃ সুরাট বিমানবন্দরে (Surat Airport) হুলুস্থুলু ২৮ কেজি সোনা (Gold)-সহ হাতেনাতে পাকড়াও দম্পতি মঙ্গলবার এই দম্পতিকে হাতেনাতে পাকড়াও করে শুল্ক দপ্তরের আধিকারিকরা। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সুরাট বিমানবন্দরে নামেন ওই দম্পতি তাঁদের হাঁটা দেখে প্রথমেই সন্দেহ হয় কর্তৃপক্ষের তাঁদের পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের শুরু হয় তল্লাশি এরপরই ওই দম্পতির শরীর থেকে উদ্ধার হয় মোট ২৮ কেজি সোনা যার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা এরপরই ওই দম্পতিকে গ্রেফতার করা হয় জেরা করা হয় তাঁদের বড়সড় পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে তাঁরা, এমনটাই অনুমান তদন্তকারীদের

বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত সোনা

প্রসঙ্গত, গত ৩ মার্চ দুবাই থেকে বেঙ্গালুরু ফেরার পথে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা-সহ ধরা পড়েন কন্নড় অভিনেত্রী রন্যা রাও। ১২.৫৬ কোটি টাকার সোনার বাট উদ্ধার হয় ওই অভিনেত্রীর থেকে এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং নগদ ২.৬৭ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা

 পেটের মধ্যে লুকানো ২৮ কেজি সোনা, বিমানবন্দর থেকে হাতেনাতে পাকড়াও দম্পতি