Gold seized at Mumbai airport: সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সোনা বাজেয়াপ্ত হল মুম্বই বিমানবন্দরে

গত দু'দিনে কমপক্ষে ৮ কেজি সোনা বাজেয়াপ্ত করল কাস্টমস অফিসাররা (Customs Officials)। জানা যাচ্ছে ৮ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে ৭.৯৪ কেজি অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে। মোমের মধ্যে সোনা, রোডিয়ামের মধ্যে সোনা, ওয়াশারের মতো দেখতে সোনার আংটি, অপরিশোধিত সোনার গয়না সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, ২৪ ক্যারেটের কিছু সোনা দুবাই থেকে ব্যাংকক হয়ে ভারতে পাচার করছিলেন দুই ব্যক্তি। অন্যদিকে কলোম্বো থেকে মুম্বই আসছিল এক ব্যক্তি এবং ১ কেজি ৭৭ গ্রামের সোনার গয়না নিয়ে দুই কর্নাটক নিবাসী বাহরিন থেকে মুম্বই আসছিলেন। কিন্তু কাস্টমসের অফিসারদের তৎপরতায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

যদিও এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কাস্টমস। সূত্রের খবর, বিভিন্ন বিমানবন্দরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ এবং কাস্টমসের আধিকারিকরা।