
চলতি সপ্তাহে নিম্নমুখী সোনার দাম। সোমবারই বেশকিছুটা কমেছিল সোনার দাম। মঙ্গলে আরও সস্ত হল সোনা। জেনে নিন, আজ, ১০ জুন পশ্চিমবঙ্গে সোনা কিনতে হলে সাশ্রয় হবে কতটা। আজ, ১০ জুন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৪৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৪৫০ টাকা। সোমবারের থেকে ১০০ টাকা দাম কমেছে। পাশাপাশি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৫৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৫৮০০ টাকা। সোমবারের থেকে দাম কমেছে ১১০০ টাকা।
কলকাতায় কতটা কমল সোনার দাম? জেনে নিন ঝটপট
মঙ্গলবার রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৯৭৩০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৫৮০ টাকা। হায়দরাবাদে সোনার দাম কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ৮৯৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৫৮০ টাকা। জয়পুরে ২২ ক্যারেট সোনার দাম ৮৯৬০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৭৩০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কলকাতার সমান, ৮৯৪৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭৫৮০ টাকা। পাটনায় আবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯৫০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা কিনতে হলে খসাতে হবে ৯৭৬৩০ টাকা।
মঙ্গলে ক্রেতাদের গালে চওড়া হাসি ফোটাল সোনার দাম, জেনে নিন আজ গয়না কিনলে কত সাশ্রয় হবে
Gold And Silver Price Today — Check Prices In Mumbai, Kolkata, Chennai And More - NDTV Profit https://t.co/AVHHEO0Lrx#GOLD #Commodities pic.twitter.com/MExPTf0wQh
— Boominance (@boominance) June 10, 2025