Gold Shop (Photo Credit: Pixabay)

চলতি বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী সোনার দাম(Gold Price)। অনেক আগেই মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। ১ লক্ষের গণ্ডি পেরিয়ে রেকর্ড হারে বেড়েছে সোনার দাম। তবে গত মাস অর্থাৎ অগস্টের মাঝামাঝি সময়, বিশেষ করে জন্মাষ্টমীর সময় একটু হলেও স্বস্তি দিয়েছিল সোনার দর। কিন্তু অগস্টের শেষে ফের বাড়ে দাম। সেপ্টেম্বরের শুরুতেও অব্যাত মূল্যবৃদ্ধি। মাসের শুরুতেই এক লাফে বাড়ল সোনার দর।

আজ, ১ সেপ্টেম্বর সোমবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে ৯৭০৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৭০৫০ টাকা। একদিনে ১০ গ্রানে ৮৫০০ টাকা বেড়েছে সোনার দাম।

সোমবার কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০৫৮৮ টাকা। ১০ গ্রাম ১৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৮০০ টাকা। এছাড়া আজ, শহরে ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৯৪১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৯৪১০ টাকা। এছাড়া সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দাম। ১০০ গ্রাম র‍পোর দাম বেড়ে হয়েছে ১২ হাজার ৬০০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ২৬ হাজার টাকা। একদিন কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ১ হাজার টাকা।

মাসের শুরুতেই সোনার দামে বড় চমক, জানুন বাড়ল না কমল দর