Gold, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ সোনার দামে (Gold Price )ফের বদল। গত সপ্তাহে একলাফে দাম বাড়লেও চলতি সপ্তাহ থেকেই নিম্নমুখী সোনার (Gold)দাম। আর এবার মঙ্গলের (Tuesday) থেকে বুধে (Wednesday)আরও কিছুটা সস্তা হল সোনা। আসুন জেনে নেওয়া যাক আজ, বুধবার কলকাতা-সহ অন্যান্য মেট্রোশহরে সোনার দাম কত। আজ, ২৮ মে বুধবার কলকাতার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৩৪০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ৯৭,৪৭০ টাকা। রাজধানী দিল্লিতে বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে হলে খসাতে হবে ৮৯,৪৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭,৬২০ টাকা।

বুধে শহরে কত সোনার দাম? জেনে নিজ ঝটপট

বাণিজ্যনগরী মুম্বইতে আবার সোনার দাম কলকাতার সমান। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ৮৯,৩৪০ টাকায়। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ৯৭,৪৭০ টাকায়। অন্যদিকে, পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮৯,৩৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭,৪৭০ টাকা। রাজস্তানের জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার আবার দাম ৮৯,৪৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৬২০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেটের গয়নার দাম ৮৯,৩৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭,৪৭০ টাকা। ওড়িশার ভুবনেশ্বরে আবার ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৮৯,৩৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭,৪৭০ টাকা।

ফের সোনার দামে বড় চমক, বাড়ল না কমল দর? জানলে চমকে যাবেন