
মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় দাম্পত্যকলহের বিভিন্ন মুহূর্ত। এ বার সামনে এল এক যুগলের কলহের এক ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে, চলন্ত বাইকের মধ্যে বসে পায়ের জুতো খুলে লাগাতার মেরে চলেছেন এক তরুণী। বাইকটি চালাচ্ছেন আক্রান্ত যুবক। গাড়ি চালাতে চালাতে মুখ বন্ধ করে মার খেয়ে চলেছেন তিনি। কোনওভাবে ওই তরুণীকে বাধা দিচ্ছেন না তিনি। এই ভিডিয়ো ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। তদন্তে নেমে জানা যায় ভিডিয়োটি লখনউয়ের। তবে ঘটনাটি কবে কার তা যদিও স্পষ্ট নয়।
বাইক চালকে জুতোপেটা, ভাইরাল তরুণীর কীর্তি
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি বাইক। তাতে বসে এক যুগল। চালককে পিছনে বসে একটানা মেরে চলেছেন তরুণী। প্রথমে চাটি তারপর পায়ের জুতো খুলে পিঠে এমনকী মাথায় পর্যন্ত আঘাত করছেন তিনি। ভিডিয়ো ভাইরাল হতেই ওই তরুণীর উপর বেজায় খেপেছেন নেটিজেনরা। 'এগুলো কী ধরনের আচরণ?' প্রশ্ন করছেন কেউ কেউ। আবার কেউ ওই তরুণীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। উল্লেখ্য, ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামক একটি প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়া এক্সে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কয়েক হাজার ভিউজ পেয়েছে ভিডিয়োটি।
চলন্ত বাইকের পিছনে বসে তরুণকে লাগাতার জুতোপেটা, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়
चलती बाइक पर युवती युवक को पीट रही है. सड़क पर इस तमाशे की क्या जरुरत है.
वीडियो लखनऊ का बताया जा रहा है. pic.twitter.com/ByCRpJ516t
— Priya singh (@priyarajputlive) May 20, 2025