নয়াদিল্লি: গতকাল রাতে সামাজিক মাধ্যমে ভারত ও পাকিস্তানে উভয় দেশের কিছু ব্যক্তির পোস্ট করা ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতের কিছু ব্যক্তি একটি ভিডিও পোস্ট করছে দাবি করাছেন যে ভিডিওটি পাকিস্তানের শিয়ালকোটে (Sialkot) আক্রমণের । এদিকে পাকিস্তানের কিছু ব্যক্তি ভিডিও পোস্ট করে দাবি করেছেন সেটি ভারতের অমৃতসর (Amritsar) বিমান ঘাঁটিতে আক্রমণের। আরও পড়ুন: Pakistan After Operation Sindoor: অপারেশন সিঁদুরে কতটা জর্জরিত পাকিস্তান? রইল স্যাটেলাইট ছবি
পাকিস্তানি সাংবাদিক সাবির শাকির গতকাল রাতে তাঁর এক্স হ্যান্ডলে প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বাহাওয়ালপুরে ভারতীয় আক্রমণ।' ফুটেজে তীব্র বোমাবর্ষণ দেখা গিয়েছে এবং তাঁর অনুসারীরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করেন।
গুগল রিভার্স ইমেজ সার্চ করে জানা গিয়েছে যে ভিডিও ক্লিপটি সাম্প্রতিক বা পাকিস্তানের নয়। ভিডিওটি গাজায় ইজরায়িলি বিমান হামলার দৃশ্য।
সাবির শাকিরের পোষ্ট করা ভুয়ো ভিডিও ফুটেজ
بھارتی حملہ بہالپور میں pic.twitter.com/tODgn5IYPv
— Sabir Shakir (@ARYSabirShakir) May 6, 2025
এদিকে পাকিস্তানি অ্যাকাউন্টগুলি থেকে দাবি করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের অমৃতসরে হামলা চালিয়েছে। তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ভিডিওগুলো আসলে ২০২৪ সালের অক্টোবরে ইরান কর্তৃক ইজরায়েলের উপর মিসাইল হামলার, এবং কিছু ২০২২ সালের এপ্রিলে দিল্লির ভালস্বা ল্যান্ডফিলে আগুনের ছবি ব্যবহার করা হয়েছে।