Gun-Shot Representative Photo (Photo Credits: Pixabay)

বার্নালা: পাঞ্জাব (Punjab) পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স (এজিটিএফ) রবিবার পাঞ্জাবের বার্নালা জেলায় এনকাউন্টারে (Encounter) একজন ওয়ান্টেড গ্যাংস্টারকে গুলি করে হত্যা (Gangster Shot Dead) করেছে। পুলিশ আধিকারিক সূত্রে খবর, ঘটনায় দুই পাঞ্জাব পুলিশ কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: Maharastra : মহারাষ্ট্রে বাসের সঙ্গে কংক্রিট মিক্সার গাড়ির সংঘর্ষ, মৃত ৪ ক্রিকেটার

পাঞ্জাব ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) গৌরব যাদব এক্স হ্যান্ডলে-এ পোস্টে জানিয়েছেন, গুরমিত সিং ওরফে কালা ধানৌলার বিরুদ্ধে ৬০ টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে।