কলকাতাঃ কসবা গণধর্ষণকাণ্ডে (Kasba Gang Rape Case) সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College) পরিদর্শনে জাতীয় মহিলা কমিশন। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। এদিন নির্যাতিতার পড়ুয়ার বয়ান শুনতে পারেন বলে সূত্রের খবর। রবিবার সকালে, ঘটনাস্থলে পৌঁছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়। অকুস্থলের ছবি তোলা নিয়ে শুরু হয় টানাপোড়েন। অবশেষে কলেজের ভিতর মহিলা কমিশনের প্রতিনিধিদের ঢুকতে দিলেও ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি বলেই খবর।
সাউথ ক্যালকাটা ল'কলেজে পড়ুয়াকে গণধর্ষণ, ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন
অন্যদিকে, গোটা ঘটনার তদন্ত চলছে। উদ্ধার হয়েছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। মোট সাত ঘণ্টার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। যা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ফুটেজে অভিযুক্তদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। কলেজের সামনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্যাতিতাকে টেনে কলেজের ভিতরের দিকে নিয়ে যাচ্ছে মনোজিৎ মিশ্রর দুই শাগরেদ প্রমীত মুখোপাধ্যায় ও জইব আহমেদকে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজন অভিযুক্তের পাশপাশি গ্রেফতার করা হয়েছে নিরাপত্তারক্ষীকে।
কসবাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে জাতীয় মহিলা কমিশন
STORY | Gang rape of law student: NCW member visits Kolkata college
READ: https://t.co/Y7ZLx4EqxN
VIDEO | pic.twitter.com/cZSiPnwOQi
— Press Trust of India (@PTI_News) June 29, 2025