নয়াদিল্লিঃ কফ সিরাপ (Cough Syrup)কাণ্ডে নয়া মোড়। সিরাপ খেয়ে ২০ টি শিশুর মৃত্যুর পর অবশেষে গ্রেফতার 'শ্রীসান ফার্মাসিউটিক্যালস' সংস্থার মালিক রঙ্গনাথন গোবিন্দন(G Ranganathan)। ওই সংস্থাতেই তৈরি হত 'কোল্ডরিফ' সিরাপ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে মধ্যপ্রদেশ পুলিশ। তদন্তে নেমে জানা গিয়েছে, 'শ্রীসান ফার্মাসিউটিক্যালস'-এ তৈরি ওই কফ সিরাপে ৪৬.২ শতাংশ ডাইইথিলিন গ্লাইকোল থাকে। শিশুদের জন্য বিশেষ করে ২ বছরের কম বয়সী শিশুদের জন্য তা বিষের সমান। এই রাসায়নিক দ্রুত কিডনিতে সংক্রমণ ঘটায়। উল্লেখ্য, এই সিরাপ খেয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। এরপরই এই সংস্থাত বিরুদ্ধে শুরু হয় তদন্ত। সিট গঠন করে বিভিন্ন এলাকায় চালানো হয় তল্লাশি। কীভাবে এই সিরাপ তৈরি হত কীভাবে হাত বদল করা হত খতিয়ে দেখা হয় সবটা। চেন্নাইতে থেকে পুরো তদন্ত প্রক্রিয়া চালানো হয়। তদন্তের পর গতকাল অর্থাৎ বুধবার রাতে গ্রেফতার হন সংস্থার মালিক রঙ্গনাথন গোবিন্দন। কেন এই সিরাপ খাওয়ার পরামর্শ দিতেন চিকিৎসকেরা? তাঁদের একাংশের যুক্তি এই সিরাপে যে এত মাত্রায় টক্সিক ডাইইথিলিন গ্লাইকোল রয়েছে তা তাঁদের জানা ছিল না।
কফ সিরাপ খেয়ে ২০ শিশুর মৃত্যু, অবশেষে গ্রেফতার ওষুধ সংস্থার মালিক
Madhya Pradesh police arrest Sresan Pharma owner over 20 children's deaths linked to Coldrif syrup
Read @ANI Story | https://t.co/IJp4n2vB0Z#MadhyaPradesh #coughsyrup #coughsyrupdeaths #ColdRifSyrup pic.twitter.com/X6L4haEzd9
— ANI Digital (@ani_digital) October 9, 2025