IndiGo (Photo Credit: IANS/Twitter)

আবারও বিমান হামলার হুমকি এল ফোনে। জানা যাচ্ছে, বৃহস্পতিবারে কমপক্ষে ৭৪টি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। এরমধ্যে রয়েছে ২০টি এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (Indigo), ভিসতারার (Vistara) ফ্লাইট রয়েছে এবং আকাসার (Akasa Air) ১৪টি বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, এরমধ্যে বেশিরভাগ বিমানই মাঝআকাশে ছিল। ফলে জরুরি অবতরণ ঘটিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও তাতে কোনও কিছুই উদ্ধার হয়নি বলে খবর। বিগত ১১দিনে কমপক্ষে ২৫০টি ফ্লাইটে এই ধরনের হুমকি এসেছে।

প্রসঙ্গত, এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। এই ভুয়ো হুমকি আসতেই কেন্দ্রীয় মন্ত্রী কে রামমোহন নায়ডু বিমান সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। এমনকী গত বুধবার তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটা ও এক্স-এর মতো সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্মের আধিকারিদের সঙ্গে বৈঠক করে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় এই ধরনের হুমকি পোস্ট সামনে আসছে।