ইসলামাবাদ, ৯ মে: তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ক মাস আগও ছিলেন দেশের সর্বোচ্চ পদে। এখন পাকিস্তান প্রধান বিরোধী দলনেতা। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু মঙ্গলবার দুপুরে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে যেভাবে গ্রেফতার করল পাক রেঞ্জার্স তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। একা ইমরান, তার তাঁকে টানতে টানতে নিয়ে যাচ্ছে শ খানেক সেনার বিশেষ দল। জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।
এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইমরান কানের ঘার ধরে রীতিমত টানতে টানতে নিয়ে যাচ্ছে পাকিস্তান সেনার বিশেষ বাহিনী রেঞ্জার্সের অন্তত জনা শয়েক সশস্ত্র বাহিনী। রীতিমত টেনে হিঁচড়ে কোনরকমে তাঁকে গাড়িতে তোলা হল ইমরানকে। ২০১৮ সালের অগাস্টে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ইমরান। ক্ষমতা হারান গত বছর এপ্রিলে। আরও পড়ুন-বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধর সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, বললেন পরিচলক সুদীপ্ত সেন
দেখুন ভিডিয়ো
Taking a page from Biden’s playbook Pakistan PM Shehbaz Sharif has arrested his political rival former PM Imran Khan.pic.twitter.com/ZYFVtNwvjK
— @amuse (@amuse) May 9, 2023
ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান সেনার হাতে গ্রেফতার হন ইমরান। গত মার্চ থেকেই ইমরানকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছিল। তোষাখানা মামলায় কাঁর বিরুদ্ধে মামলা চলছিল।