নয়াদিল্লি: মহারাষ্ট্রের পুনেতে হিট অ্যান্ড রান মামলার আরও একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পথ দুর্ঘটনায় ফুড ডেলিভারি এক্সিকিউটিভের (Food Delivery Executive) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পুনে শহরের মুন্ডওয়া এলাকায়। তথ্য অনুযায়ী, একটি অডি গাড়ির চালক প্রথমে একটি স্কুটার আরোহী তিনজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এর পরে অডি আরোহী একটি বাইক আরোহীকে ধাক্কা দেয়, এতে রউফ শেখ নামে একজন ফুড ডেলিভারি বয় গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তরা পলাতক হলেও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিলাসবহুল গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম প্রদীপ তায়াল। তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে।
উল্লেখ্য, হিট অ্যান্ড রানের ঘটনা ক্রমাগত বাড়ছে। এক মাস আগে, মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকতে ঘুমন্ত এক অটোরিকশা চালককে একটি এসইউভি চাপা দিয়েছিল। এতে তাঁর মৃত্যু হয়। একই রাতে, পুনের খাডকি এলাকায় দুই পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া মোটরসাইকেল একটি গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়।