নয়াদিল্লিঃ দিল্লিতে (Delhi) ভয়বহ অগ্নিকাণ্ড(Fire)। ইলেক্ট্রনিক্সের দোকানে আচমকা আগুন। আগুনে ঝলসে মৃত্যু চারজনের। জখম আরও একজন। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, সোমবাত দুর্ঘটনাটি ঘটে পশ্চিম দিল্লির রাজাবাগান এলাকার একটি চারতলা বিল্ডিংয়েরর মধ্যে অবস্থিত একটি দোকানে। এদিন বিকেল ৩ টে নাগাদ আচমকাই একটি বিকট শব্দ হয়। পরে আগুন লেগে যায় গোটা দোকানে। ওই দোকানের এক কর্মী সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "আমরা দুপুরে খাওয়া-দাওয়া করছিলাম। সেই সময় একটা বিকট শব্দ শুনতে পাই। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। ভেবেছিলাম শর্ট সার্কিট। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা দোকান। সেখান থেকে দৌড়ে পালাই আমরা।" এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলবাহিনী। ঘটনাস্থলে পোঁছে দোকানের মধ্যে আটকে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
আচমকা দোকানে আগুন, ঝলসে মৃত্যু ৪ কর্মীর, আহত ১
STORY | Four dead in fire at electronics store in Delhi's Raja Garden
READ: https://t.co/RZb1Rl7pRd pic.twitter.com/KzTcQ1aFA6
— Press Trust of India (@PTI_News) August 18, 2025