কলকাতা: ভরদুপুরে একটি জুতো গোডাউনে আগুন লাগার ফলে প্রবল আতঙ্ক ছড়াল তপসিয়া রোড (Topsia road) এলাকার মিলাদনগরে (Miladnagar)। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। খবর পেয়েই দমকলের (fire brigade) সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন (Fire) নেভানোর চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে মিলাদনগরের একটি জুতোর গোডাউনে (footwear godown) আগুন লেগে যায়। নিমিষের মধ্যে কালো ধোঁয়ার ভরে যায় চারিদিক। আতঙ্কে নিজেদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। এদিকে ওই এলাকায় প্রচুর দাহ্যবস্তু থাকার সম্ভাবনা থাকায় আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার দিকেও নজর রাখা হচ্ছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন স্থানীয় পৌর প্রতিনিধি জলি বসু।
ঘটনাস্থলে থাকা দমকল কর্মীদের কথায়, ওই গোডাউনের মধ্যে অনেক দাহ্য পদার্থ রয়েছে। পাশাপাশি গোডাউনটা ঘিঞ্জি গলির মধ্যে হওয়ার কারণে জলের পাইপও নিয়ে যেতে সমস্যা হচ্ছে। ফলে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।
West Bengal | Fire breaks out at footwear godown in Topsia, Kolkata. 7 fire tenders at the spot to douse the fire. Details awaited.
— ANI (@ANI) October 18, 2022