দিল্লি, ১৩ মে: ফারুক আবদুল্লা এবং মণিশঙ্কর আইয়াররা পাকিস্তানের পরমাণু বোমায় ভয় পান। কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স নেতাকে এভাবেই আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। সোমবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলতেই চান না বিরোধীরা। পাকিস্তানের পরমাণু বোমাকে ভয় পান বলেই মণিশঙ্কর আইয়ার, ফারুক আবদুল্লারা এ বিষয়ে কথা বলতে ভয় পান বলে কটাক্ষ করেন জয়শঙ্কর।
সম্প্রতি রাজনাথ সিং বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জোড়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যের পর 'পাকিস্তান হাতে চুড়ি পরে নেই।' এমন বক্তব্য় শোনা যায় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার গলায়।