নয়াদিল্লি: উত্তরপ্রদেশের পিলিভিটে (Pilibhit)-এ বাঘের আক্রমণ বেড়েই চলেছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে এক গ্রামবাসীকে আক্রমণ করে। ঘটনাটি ঘটেছে পিলিভিট বাঘের মালা রেঞ্জ সংলগ্ন রানিগঞ্জ গ্রামে। বাঘের আক্রমণে ৭০ বছর বয়সী কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির ছেলে জানান, তাঁর বাবা গম ক্ষেতের কাছে বসে গরুকে খাওয়া চ্ছিলেন, সে সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করে। গ্রামবাসীরা জড়ো হয়ে জঙ্গলে গিয়ে ভোলেরামের মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।