Gaza Airdrops aid box. (Photo Credits:X)

Gaza Aid Boxes: গাজাবাসীদের যেন মুক্তি নেই। এদিকে, মাটিতে খিদের জ্বালা, আবার চোখ বন্ধ করলে আকাশপথে সাহায্যের বাক্সই হয়ে যাচ্ছে মৃত্য়ু দৈত্য। গাজা সীমান্ত দিয়ে আসা সেখানকার মানুষদের খাবার, পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল। অন্তত অভিযোগ এমনটাই। খাবার, পানীয় জলের অভাবে গাজায় দুর্ভিক্ষের অবস্থা। যাও বা কিছু সাহায্য আসছে, হামাস জঙ্গিরা সাধারণ মানুষদের থেকে তা কেড়ে নিচ্ছে। গাজায় এই অনাহারের মাঝে বড় আশার আলো এয়ারড্রপ বা বিদেশ থেকে প্যারাসুটে চড়িয়ে আকাশপথে থেকে আসা ত্রানের বাক্স (airdropped aid parachute)। যে বাক্সের মধ্যে থাকছে ভাল খাবার, পানীয় জলের বোতল। সৌদি আরব, ইরান, ইজিপ্ট, জর্ডন থেকে আকাশ থেকে গাজায় ছুঁড়ে দেওয়া হচ্ছে সাহায্যের বাক্স। কিন্তু আকাশ থেকে উড়ে আসা পড়া সেই ভারী সাহায্যের বাক্সই গাজায় অনেকের মৃত্য়ুর কারণ হচ্ছে। গাজার শিশুদের মৃত্যু ঘটাচ্ছে সাহায্যের বাক্সগুলো।

সাহায্যের বাক্সের আঘাতে ১৪ বছরের কিশোরের মৃত্য়ু

আজ, শনিবার গাজার মধ্যাঞ্চলে ১৪ বছরের মুহান্নাদ ঈদ মারা যায় আকাশ থেকে ফেলা একটি সাহায্যের বাক্স মাথায় পড়ে। গত কয়েক দিনের মধ্যে সাহায্যের বাক্সের আঘাতে গাজায় এটি এমন চতুর্থ মৃত্যু। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জুলাই থেকে অন্তত ২৩ জন এভাবে মারা গিয়েছেন এবং ১২৪ জন আহত হয়েছেন।

দেখুন কীভাবে গাজায় কিশোরের উপর মাটিতে আছড়ে পড়ল সাহায্যের বাক্স

দেখুন ভিডিও

গাজার এক তৃতীয়াংশ মানুষ অনাহারে আছে

ইজরায়েলের অবরোধের কারণে দেশগুলো জুলাইয়ের মাঝামাঝি থেকে প্যারাসুটে করে সাহায্য পাঠানো শুরু করে, কিন্তু বেশিরভাগ বাক্স খালি জমিতে বা ইজরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় পড়ে, সমুদ্রে ভেসে যায়, অথবা সাধারণ মানুষের ওপর ভেঙে পড়ে। সাহায্য সংস্থাগুলো বলছে, এই পদ্ধতি বিপজ্জনক ও তেমন কার্যকর নয়। যেখানে গাজা-ইজরায়েল সীমান্তে আটকে থাকা শত শত ট্রাক সীমান্তে অপেক্ষা করছে। গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েক দিন ধরে খাবার পাচ্ছে না। সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি শুরু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ইজরায়েলের আক্রমণে গাজা ও রাফায় এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়। আইসিসি নেটানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

কারা কারা প্যারাসুটে সাহায্যের বাক্স পাঠাচ্ছে

গাজায় আকাশপথে প্যারাসুটের মাধ্যমে সাহায্য পাঠাচ্ছে সংযুক্ত আরবআমিরশাহি, ইউএই, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইজিপ্ট, জর্ডন ও ইউরোপের বেশ কিছু দেশ (নেদারল্যান্ডস, ফ্রান্স, বেলজিয়াম)। গাজায় এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ সরবরাহ শুরু হয় ২০২৪ সালের মাঝামাঝি সময়ে, বিশেষ করে জুলাই ২০২৪ থেকে এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গাজায় এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ সরবরাহ শুরু হয় ২০২৪ সালের জুলাই থেকে।