লখনউ, ১৩ ফেব্রুয়ারি: লখনউ আদালত (Lucknow Court) চত্বরে বোমা বিস্ফোরণ। উদ্ধার হয় ৩টি বোমা (crude bomb was hurled)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে আচমকাই দুই আইনজীবীর মধ্যে বচসা শুরু হয়। এরপরে দু'পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। ওই দুই আইনজীবীর নাম সুমিত লোধি এবং জিতু যাদব। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩টি তাজা বোমা। আরও পড়ুন: Supreme Court Orders On Candidates With Criminal Cases: ফৌজদারি মামলায় অভিযুক্তদের কী কারণে প্রার্থী করা হয়েছে, ওয়েবসাইটে জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে; নির্দেশ সুপ্রিম কোর্টের