ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর তৃতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে লন্ডনের লর্ডসে (Lord's, London)। চতুর্থ দিনের শেষে লর্ডসে জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার জন্য ভারতের দরকার আরও ১৩৫ রান। অন্য দিকে ইংল্যান্ডের চাই ৬ উইকেট। প্রথম ইনিংসে ৩৮৭ রান করে টেস্ট ইতিহাসে নবমবার এক ঘটনা ঘটিয়েছে দুই দল।তারপর রবিবার খেলা শুরু হওয়ার আগে দেখাচ্ছিল, এই টেস্ট ড্রয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ। পরের ৬১.১ ওভারে বদলে গেল ছবিটা। ১৯২ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ করে দেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, বুমরাহরা। ওয়াশিংটন ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। বুমরাহ ও সিরাজ ২টি করে এবং নীতীশ ও আকাশদীপ ১টি করে উইকেট নেন। কিন্তু তারপর দ্বিতীয় ইনিংসে হঠাৎই ধস নামে ভারতের ইনিংসে। তাড়াহুড়ো করতে গিয়ে জফ্রা আর্চারের বলে শূন্য রানে ফেরেন যশস্বী জয়সওয়াল।১৪ রানে আউট হন করুণ নায়ার। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে ফর্মে থাকা শুভমনকে ৬ রানের মাথায় আউট করে ভারতকে বড় ধাক্কা দেন কার্স। এরপর নৈশপ্রহরী আকাশদীপকে নামায় ভারত। কিন্তু তিনিও আউট হয়ে যান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫৮। রাহুল ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, শোয়েব বশির।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচিঃ-
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?
১৪ জুলাই লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের পঞ্চম দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, তৃতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।