Elephant Attack in Chhattisgarh (Photo Credit: Twitter)

কোরবা: ছত্তিশগড়ের কোরবা জেলায় হাতির হানা (Elephant Attack) বেড়েই চলেছে। মঙ্গলবার একটি বুনো হাতির পাল ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ মহিলাকে (Old Woman) পিষে মেরে ফেলে। স্থানীয় সূত্রে খবর, এদিন প্রায় ৪২টি হাতির একটি পাল গ্রামের কাছে একটি পাহাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তাদের মধ্যে কয়েকটি হাতি শিকারের জন্য ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে ঘরে রাখা বাজরা খেতে শুরু করে। পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘুমন্ত কুনওয়া পালানোর সুযোগ পাননি। হাতির পায়ে পিষে তাঁর মৃত্যু হয়। আরও পড়ুন:  Anganwadi Worker Snake Bite: অঙ্গনওয়াড়িতে কেন্দ্রের রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে মহিলা কর্মীর মৃত্যু

এদিকে গত রবিবার কাটঘোড়া বন বিভাগের ছোটিয়া কয়লা খনির ডাম্পিং এলাকায় হাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন ও এক ব্যক্তি আহত হয়েছেন। কাটঘোড়া বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), কুমার নিশান্ত বলেন, পাসান বনাঞ্চলে নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা ত্রাণ দেওয়া হয়েছে, বাকি ক্ষতিপূরণ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে দেওয়া হবে। হাতির গতিবিধি পর্যবেক্ষণে আরও বনকর্মী মোতায়েন করা হয়েছে।