প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জাইন জেলায় সোমবার রাতে ৭৪ বছর বয়সী মহিলার থেকে লুঠ (Looted) করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে জেলার নানখেদা থানার আওতাধীন বেদ নগর এলাকায়, যখন বৃদ্ধ মহিলাটি (Old Woman) মন্দির থেকে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন: Ghaziabad Couple Dies: চিড়িয়াখানায় গিয়ে হৃদরোগে মৃত্যু স্বামীর, ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী স্ত্রী

সূত্রে খবর, মহিলাটি সোমবার রাতে বাড়ির কাছে অবস্থিত একটি হনুমান মন্দিরে (Hanuman Temple) গিয়েছিলেন। মন্দির থেকে ফেরার সময় তাঁকে এক ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে এসে তাঁকে জোর করে গাড়িতে বসিয়ে দেন। ঘটনাস্থল থেকে মহিলাকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে নিয়ে যায় তারা। তারপর মহিলার কাছ থেকে সোনার চেইন, কানের দুল যা কিছু ছিল সব লুঠ করে নেয়, তারপর তাঁকে গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়।