নয়াদিল্লিঃ প্রতারণার (Fraud) ফাঁদে পা দিয়ে ৭৩.৭২ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ (Old Man)। সোনায় বিনিয়োগের মাধ্যমে চড়া সুদ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে বেপাত্তা মহিলা। পুলিশের দ্বারস্থ ৬২ বছরের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পানভেল এলাকায়। জানা গিয়েছে, গত বছর মে মাসে ডেটিং অ্যাপের মাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলে হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু হয়। নিজেকে জিয়া নামে পরিচয় দেন ওই মহিলা।
ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ, সর্বশ্রান্ত বৃদ্ধ
এভাবে কথা চলতে চলতে ওই মহিলা বৃদ্ধকে একটি স্কিমের প্রস্তাব দেন। বলা হইয় এতে বিনিয়োগ করলে চড়া সুদ পাওয়া যাবে। তাঁকে বিশ্বাস করে টাকা দেন বৃদ্ধ। কিন্তু তিনমাস কেটে গেলেও কোনও লাভ না পাওয়ায় সন্দেহ হয় বৃদ্ধের। জিয়ার সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁকে সে এড়িয়ে যেতে থাকেন। এরপর ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এরপরই পুলিশে দ্বারস্থ হন ওই বৃদ্ধ। এরপরই বিভিন্ন ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ডেটিং অ্যাপের ফাঁদে পা দিয়ে ৭৩.৭২ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ
Gold Trading Fraud in Navi Mumbai: Elderly Man Loses INR 73.72 Lakh in New Panvel After Meeting Woman on Dating App#GoldTradingFraud #DatingApp #NaviMumbai #NewPanvel
— LatestLY (@latestly) July 7, 2025
Read: https://t.co/fCNUiNyEoW
— LatestLY (@latestly) July 7, 2025