কলকাতা: পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের (WB SSC Recruitment Scam) তদন্তে নেমে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তা কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) গ্রেফতার করেছে ইডি (ED)। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি।
শনিবার জানা গেল, কালীঘাটের কাকুর কর্পোরেট সংস্থার কাছ থেকে যারা টাকা দিয়ে পরিষেবা নিয়েছে সেই সমস্ত বেসরকারি সংস্থার (private companies) প্রোমোটার, মালিক ও শীর্ষ আধিকারিকদের জেরা করবে তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, কালীঘাটের কাকুর সংস্থার ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখার পর একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি। তার ভিত্তিতেই জেরা পর্ব চলবে। আরও পড়ুন: BJP's Protest In Siliguri: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিজেপির, শিলিগুড়ির ভিডিয়ো
Enforcement Directorate (#ED) probing multi-crore cash for school jobs case in #WestBengal will now question promoters, owners or top officials of some private companies who have reportedly availed services of a corporate entity linked to #SujayKrishnaBhadra, a prime accused in… pic.twitter.com/jPuDRgOn2F
— IANS (@ians_india) August 26, 2023